Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুরে নবনির্মিত ওয়াকওয়ে জনগণের জন্য খুলে দেয়া হলো

॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুর পৌরসভার জুবিলী ট্যাংক পুকুরের চারপাশে নবনির্মিত ওয়াকওয়ে জনগণের জন্য খুলে দেয়া হয়েছে। সেখানে পৌরবাসী সকাল-সন্ধ্যা হাঁটা ও ব্যায়ামসহ ঘুরে বেড়াতে পারবে।
গত ১৭ই মার্চ সন্ধ্যায় ওই এলাকার পৌর কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী সাবুল আনুষ্ঠানিকভাবে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেন। এ সময় ওয়াকওয়ে নির্মাণে সহযোগিতাকারী এনজিও ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী ইকরাম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর পৌরসভা সূত্রে জানা গেছে, জুবিলী ট্যাংক পুকুরের চারপাশে ১হাজার ৮৮ ফুট ওয়াকওয়ে (হাঁটার রাস্তা), নারীদের জন্য আলাদা ঘাট নির্মাণ ও তাদের পোশাক বদলানোর রুম নির্মাণসহ পুকুরের চারপাশের সৌন্দর্য বর্ধন ও সোলার লাইট স্থাপন করা হয়েছে।