শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

স্কুল বন্ধ থাকায় রাজবাড়ী জেলায় হাম-রুবেলার ক্যাম্পেইন স্থগিত

  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২০

॥স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায় আজ ১৮ই মার্চ থেকে আগামী ২৪শে মার্চ পর্যন্ত দুই দফায় অনুষ্ঠিতব্য হাম-রুবেলা ভাইরাসের টিকাদান ক্যাম্পেইন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে সরকারী নির্দেশনার আলোকে স্কুল বন্ধ থাকায় দেশব্যাপী অনুষ্ঠিতব্য এই হাম-রুবেলা ভাইরাসের টিকাদান ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, এবারের হাম-রুবেলা ভাইরাসের টিকাদান ক্যাম্পেইনে রাজবাড়ী জেলার ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ২ লক্ষ ৫০ হাজার ৮৬২ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়ার কথা ছিল। এ জন্য জেলার ১ হাজার ১৩১টি অস্থায়ী, ৫টি স্থায়ী ও ১ হাজার ৩৮টি স্কুলসহ মোট ২ হাজার ১৭৪টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমে ১২৮ জন স্বাস্থ্য সহকারীসহ মোট ৪১৬ জন টিকাদান কর্মীকে নিয়োজিত করা হয়েছিল। প্রথম দফায় স্কুলগুলোতে এবং পরবর্তীতে বাদ পড়াদের স্থায়ী-অস্থায়ী টিকাদান কেন্দ্রগুলোতে এই হাম-রুবেলা ভাইরাসের টিকা দেয়ার কথা ছিল।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!