শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

মুজিববর্ষ কর্নার স্থাপন ঃ রাজবাড়ী জেলা প্রশাসনের মহতী উদ্যোগ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

॥স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্ভাবনী পরিকল্পনায় জেলা প্রশাসকের কার্যালয়ের ২য় তলার ২০৪নং কক্ষে স্থাপিত হয়েছে ‘মুজিববর্ষ কর্নার’।
সর্বশ্রেণীর জনসাধারণ বিশেষ করে শিক্ষার্থী ও নতুন প্রজন্মের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক অবহিত করতে মুজিববর্ষ কর্নারটি স্থাপন করা হয়েছে। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শের উপর বই, ডকুমেন্টারী এবং চিত্রকর্মসহ বিভিন্ন উপকরণের এক সংগ্রহশালা তৈরী করা হয়েছে। সেখানে রয়েছে-বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সাথে বঙ্গবন্ধুর ছবি, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তির ছবি, পরিবারের সদস্যদের সাথে জাতির পিতার ছবি, বঙ্গবন্ধুর জীবনী সম্বলিত ৫১টি বই, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন লেখকের বই, মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র, বঙ্গবন্ধুর বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ছবি, বঙ্গবন্ধুর বংশ পরিচয় সম্বলিত ব্যানার, মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত কর্ম-পরিকল্পনার তথ্যাদি, যত দূরে যাও পাখি…..দেখা হবে ফের স্বাধীন ঐ আকাশটা শেখ মুজিবের-লেখা ব্যানার, পরিদর্শন বই, বঙ্গবন্ধুর উপর রচিত ১৫০টি গান এবং তার ১০০টি ভাষণ শোনার জন্য সাউন্ড সিস্টেম, যা দর্শনার্থীরা মুজিববর্ষ কর্নারে বসে শুনতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!