শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২০

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ১৩ই মার্চ ২৫তম বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের পৃষ্ঠপোষক ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মোঃ সহিদুর রহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মুক্তিযোদ্ধা এস.এম কায়কোবাদ ও মীর মোশররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি আব্দুস সালাম তাসির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হোসেন মল্লিক। উপস্থাপনা করেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আসলামুজ্জামান।
অনুষ্ঠানে যশোর এম.এম কলেজের সহকারী অধ্যাপক খন্দকার হাফিজুল ইসলাম, মীর মশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক সুজিত পাল, কবি মোল্লা মাজেদ, কবি এবাদত আলী শেখ, কাব্যপারের সেতু গ্রন্থের লেখক ও বাবুপাড়া ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য আবুল হাশেস, সন্ধ্যা রানী কুন্ডু, সুমী খন্দকার, সম্পা রহমান, রোকেয়া রহিম প্রমূখ স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে ঢাকা, মাগুড়া, দিনাজপুর, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ীসহ বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত লেখক-লেখিকা সাহিত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি মোঃ সহিদুর রহমান পাংশার শিক্ষা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতির অতীত ঐতিহ্য অব্যাহত রাখতে পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিশেষ ভূমিকা রাখতে নবীন ও প্রবীণ লেখকদের সমন্বয়-সেই সাথে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সাহিত্য ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকার গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সাহিত্য ও সংস্কৃতির চর্চার বিকল্প নাই।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!