Site icon দৈনিক মাতৃকণ্ঠ

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ভারতের পর্যটক ভিসা স্থগিত

॥আন্তর্জাতিক ডেস্ক॥ ভারত আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত সকল পর্যটক ভিসা গত বুধবার স্থগিত করে বলেছে, তারা নতুন করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধ প্রচেষ্টার অংশ হিসেবে করোনা ভাইরাস আক্রান্ত ৭টি দেশ থেকে আসা ভ্রমণকারীদের আলাদা করে রাখবে। এক বিবৃতিতে সরকার একথা জানায়। খবর এএফপি’র।
বিবৃতিতে বলা হয়, ১৩ই মার্চ গ্রিনিচি সময় ১২০০টায় ভিসা স্থগিত কার্যকর করা হয়। কূটনীতিক ভিসা, আন্তর্জাতিক সংগঠন, কর্ম ও প্রকল্পের কর্মকর্তাদের ভিসা এই স্থগিতাদেশের আওতা মুক্ত।
সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর ওই বিবৃতিতে বলা হয়, ১৫ই ফেব্রুয়ারীর পর চীন, ইতালী, ইরান, কোরিয়া প্রজাতন্ত্র, ফ্রান্স, স্পেন ও জার্মানি থেকে আসা বা এসব দেশ সফর করা সকল ভ্রমণকারীকে ১৪ দিন আলাদা করে রাখা হবে।