॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
কালুখালী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল ১০ই মার্চ সকালে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো আনুষ্ঠানিকভাবে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিউর রহমান নবাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, রতনদিয়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৮ই মার্চ পর্যন্ত রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রতনদিয়া ইউনিয়নের, ২১শে মার্চ থেকে ২৪শে মার্চ পর্যন্ত কালিকাপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ওই ইউনিয়নের, ২৮শে মার্চ থেকে ১লা এপ্রিল পর্যন্ত আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠ কেন্দ্রে বোয়ালিয়া ইউনিয়নের, ৪ঠা এপ্রিল থেকে ৮ই এপ্রিল পর্যন্ত গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মদাপুর ইউনিয়নের, ১১ই এপ্রিল থেকে ১৬ই এপ্রিল পর্যন্ত মাঝবাড়ী আলিম মাদ্রাসা কেন্দ্রে মাঝবাড়ী ইউনিয়নের, ১৮ই এপ্রিল থেকে ২২শে শহীদ দিয়ানত কলেজ কেন্দ্রে মৃগী ইউনিয়নের এবং ২৫শে এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত বি-কয়া হাই স্কুল কেন্দ্রে সাওরাইল ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।