॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়ার শামসুদ্দিন আহমেদ প্রতিবন্ধী শিক্ষা প্রশিক্ষণ ও পুনর্বাসন বিদ্যালয়ের বার্র্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ৮ই মার্চ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শরীফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম লাল, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন, খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজ উদ্দিন বিশ্বাস, পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাতেম আলী খান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, পাঁচুরিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আঃ আজিজ মল্লিক, সাহাবুদ্দিন আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, সহকারী শিক্ষক কাইয়ুম মল্লিক, খাদিজা বেগম, আসমা খাতুন, শাহানাজ পারভীন, কাজী আলীম ও আমেনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, সরকার প্রতিবন্ধীদের লেখাপড়ার জন্য বিশেষ গুরুত্ব দিয়ে নানা রকম সুযোগ-সুবিধা দিচ্ছে। এখানে যে অনেক প্রতিবন্ধী ছেলে-মেয়ে লেখাপড়া করছে তা আমার জানা ছিল না। সরকারের পাশাপাশি আমার পক্ষ থেকে এদের জন্য যতটা সম্ভব তা আমি করবো। স্কুলটি সরকারীকরণের জন্য আপনারা প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা করলে আমি সার্বিক সহযোগিতা করবো।