॥মাহবুব হোসেন পিয়াল॥ নাগরিক তথ্য সংগ্রহ উপলক্ষে ফরিদপুর কোতয়ালী থানার আয়োজনে গতকাল ৫ই মার্চ সকালে একটি র্যালী অনুষ্ঠিত হয়। থানা প্রাঙ্গণ থেকে বের হয়ে র্যালীটি ফরিদপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ও সাইফুজ্জামান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, কোতোয়ালী থানার ওসি মোরশেদ আলমসহ অন্যান্যরা র্যালীতে অংশগ্রহণ করেন।
র্যালী শেষে দেয়া বক্তব্যে পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, ফরিদপুরে জনবান্ধব পুলিশিংয়ের অংশ হিসেবে জেলার সকল নাগরিকের তথ্য সংগ্রহ করে একটি ডাটাবেজ তৈরী করা হবে। এতে সামনের দিনগুলোতে অপরাধ দমন সহজ হবে। র্যালীর পূর্বে পুলিশ সুপারসহ অন্যান্য অতিথিরা কোতয়ালী থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সহায়তা সার্ভিস ডেস্কের উদ্বোধন করেন।