॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ৫ই মার্চ দুপুরে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নাট্যালোকের উদ্যোগে মুজিব জন্মশত বার্ষিকী উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নাট্যালোকের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি একেএম শফিকুল মোরশেদ আরুজ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি পাবনার বিশিষ্ট সাহিত্যিক মানিক মজুমদারকে নাট্যালোকের বিশেষ সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার প্রদান করেন। মুজিব জন্মশতবার্ষিকী উদযাপনে সাহিত্য সম্মেলনসহ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, নাট্যালোকের সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার কুন্ডু, শেখ মুহম্মদ সবুর উদ্দিন ও কবি মোল্লা মাজেদ প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, পাংশা পৌরসভার কাউন্সিলর আবুল হোসেন, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সীপার, পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, কবি এবাদত আলী শেখ, কাব্যপারের সেতু গ্রন্থের লেখক আবুল হাশেম, হিমাংশু কুন্ডু রকেট ও সরদার আবু জালাল প্রমূখ উপস্থিত ছিলেন।