॥কুষ্টিয়া প্রতিনিধি॥ র্যাবের অভিযানে কুষ্টিয়ার খোকসা উপজেলার বুজরুক মির্জাপুর এলাকা থেকে আব্দুস সালাম(৬২) নামে এক ভুয়া র্যাব কর্মকর্তা গ্রেফতার হয়েছে।
গত ২৭শে ফেব্রুয়ারী দিবাগত রাত ২টার দিকে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল ওই এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুস সালাম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দলবাড়ীয়া গ্রামের মৃত আছির উদ্দিন মোল্লার ছেলে।
র্যাব জানায়, প্রতারক আব্দুস সালাম নিজেকে র্যাব-১২ এর কর্মকর্তা এবং সেনাবাহিনীর ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সার্জেন্ট পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের সাথে প্রতারণা করে আসছিল। গ্রেফতারের সময় তার কাছ থেকে র্যাবের ভুয়া ভিজিটিং কার্ড, সেনাবাহিীর ভুয়া রেশন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিস জব্দ করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে র্যাব তাকে খোকসা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেছে।