শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:১০ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৭জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

॥আবুল হোসেন/এম.এইচ আক্কাস॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের গতকাল ২৭শে ফেব্রুয়ারী ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে ৫জন আওয়ামী লীগের স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
উপ-নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল ২৭শে ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। আগামী ১লা মার্চ মনোনয়নপত্র বাছাই এবং ৮ই মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৯শে মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রথম মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত চেয়াম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোস্তফা মুন্সী। এরপর জমা দেন স্বতন্ত্র প্রার্থী মোঃ সুলতান, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সদস্য মোহাম্মদ আলী মিয়া। বেলা ৩টার দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশাল বহর নিয়ে মনোয়নপত্র জমা দেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল। এরপর জমা দেন প্রয়াত উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম এর ছেলে মোঃ আরিফুজ্জামান। তিনি দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। বেলা সাড়ে ৩টার দিকে জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য মোঃ মাহবুব আলম। বিকেল ৪টার দিকে মনোয়নপত্র জমা দেন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আ’লীগের সাবেক সভাপতি গোলাম মাহাবুব রাব্বানী। তিনিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা মুন্সী উপজেলা আ’লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম, পৌর আ’লীগের সভাপতি কাকলী নজরুল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জলসহ দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
মোস্তফা মুন্সী বলেন, আমি ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড নিয়ে ব্যাস্ত থাকি। বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসি বলে নেতা না হয়েও সকল কর্মকান্ডে অংশ নেই। দল আমাকে একটি গুরুত্বপূর্ণ পদ দিয়েছে। দলীয় প্রধান শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।
উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম মন্ডল বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতিক নৌকা নিয়ে নির্বাচন করলেও দলের একটি বড় অংশ নির্বাচন বানচাল করে। মোস্তফা মুন্সী দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। দলের তৃণমূল থেকে অনেক ত্যাগী নেতার কষ্ট লাঘব করতে বাধ্য হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র জমা দিতে হয়েছে। মনোনয়নপত্র যাতে জমা না দেই এজন্য আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। কারা হুমকি দিচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় হলেই বিষয়টি আপনাদের মাধ্যমে প্রকাশ করবো।
বিএনপি মনোনিত প্রার্থী মোঃ মাহবুব আলম শাহিন মনোনয়ন ফরম জমাদান শেষে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে অংশ নিতে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। ভোটাররা যাতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের প্রতি সে নিশ্চয়তা দাবী করছি। আমরা নির্বাচনে সর্বশেষ পর্যন্ত মাঠে থাকবো।
গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোঃ নিজাম উদ্দিন জানান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম গত বছর ১৭ই অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদটি শূন্য হয়। আগামী ২৯শে মার্চের নির্বাচনে ৯১ হাজার ৬৩৫জন ভোটারের মধ্যে ৪৬ হাজার ২৬৪ জন পুরুষ ও ৪৫ হাজার ৩৭১জন নারী ভোটার রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!