॥মাহবুব হোসেন পিয়াল॥ বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অর্থায়নে গতকাল ২৬শে ফেব্রুয়ারী ফরিদপুর শহরের কবি জসিমউদ্দীন হলে ‘উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সকালে সেমিনারের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মানিক রায়, ডিএমপির সিটিটিসি ইউনিটের উপ-পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।
উগ্রবাদ প্রতিরোধ বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ডিএমপির সিটিটিসি ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তৌহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার নোমান আহমদ।