॥স্টাফ রিপোর্টার॥ মানবপাচার ও প্রতারণার অভিযোগে উইনার ইন্টারন্যাশনাল ট্রাভেলস নামক প্রতিষ্ঠানের মালিক আব্দুল্লাহ আল-মামুন ওরফে কেসমতকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল ২৪শে ফেব্রুয়ারী রাতে রাজধানী ঢাকার বারিধারা ডিওএইচএস থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় শতাধিক পাসপোর্ট, অনুমোদনহীন ওয়াকটিক’সহ প্রতারণায় ব্যবহৃত নানা সরঞ্জাম।
আব্দুল্লাহ আল-মামুন ওরফে কেসমতের বাড়ী রাজবাড়ী সসর উপজেলার ধাওয়াপাড়ার ওলিপুর গ্রামে।
র্যাব জানায়, আল-মামুন ওরফে কেসমত পত্রিকায় চটকদার বিজ্ঞাপন দিয়ে নানা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতো। কখনো কখনো ভয় দেখিয়ে আদায় করতো অর্থ। টাকা ফেরত চাইতে এসে অনেকে মারধরের শিকারও হয়েছেন। নিজেকে ক্ষমতাধর জাহির করতে ওয়াকিটকির অনৈতিক ব্যবহার করতেন তিনি। প্রতারণার টাকায় গ্রামে যেতেন হেলিকপ্টারে চরে। অফিস কর্মচারি কাউকেই দুই মাসের বেশি চাকরিতে রাখতেন না এই প্রতারক ।
র্যাব আরো জানায় মানব পাচার ও প্রতারণাসহ বেশ কয়েকটি মামলা করা হবে আল-মামুন ওরফে কেসমতের বিরুদ্ধে।