শনিবার, ১৩ এপ্রিল ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

॥স্টাফ রিপোর্টার॥ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ এর মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণকারীদের প্যানেল গঠন করে নিয়োগের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন করা হয়েছে।
গতকাল ২৪শে ফেব্রুয়ারী সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলা প্যানেল বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
এতে রাজবাড়ী প্যানেল বাস্তবায়ন কমিটির সভাপতি প্রসেনজিৎ কুমার হালদার ও সাধারণ সম্পাদক সম্রাট প্রামানিকসহ অন্যান্যরা বক্তব্য দেন। পরে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তারা বলেন, আমাদের লেখাপড়ার সময় বিশ্ববিদ্যালয়গুলোতে চরম সেশনজট বিদ্যমান ছিল। অন্যদিকে সার্টিফিকেট পাওয়ার পর হাইকোর্ট হতে রীট জটিলতার কারণে ২০১৪-১৮ সাল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের কোন বিজ্ঞপ্তি হয়নি। এমনকি ২০১০-২০ সাল পর্যন্ত কোন প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিও হয়নি। অথচ আগে ৬মাস পর পর সহকারী শিক্ষক ও ২বছর পর পর প্রধান শিক্ষক নিয়োগ করা হতো। তাই আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি।
তারা আরো বলেন, ইতোমধ্যে আমাদের অনেকের সরকারী চাকুরীতে প্রবেশের বয়সসীমা শেষ হওয়ার এটাই ছিল সর্বশেষ সুযোগ। এমনকি মেয়েদের জন্য এইচএসসি পাশে এটাই হলো সর্বশেষ বিজ্ঞপ্তি। এরপর থেকে মেয়েরা স্নাতক পাস ছাড়া আবেদন করতে পারবেন না। বিদ্যালয়গুলোতে যথেষ্ট শূন্য পদের সংখ্যাও বিদ্যমান আছে। জাতীয় সংসদ হতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর তথ্য মতে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বিদ্যালয়গুলোতে শূন্য পদ রয়েছে প্রায় ২৯ হাজার। সম্প্রতি রিজার্ভ শিক্ষকের পদ সৃষ্টি প্রক্রিয়াধীন আছে প্রায় ৬৮ হাজার এবং প্রায় ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে। এছাড়াও ৬৫ হাজার হিসাব রক্ষক নিয়োগ দেওয়ার কথা রয়েছে। আমরা এসব পদের সুবিধা বঞ্চিত।
বক্তারা বলেন, প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হলে নিয়োগ বাণিজ্য ও কালক্ষেপন বন্ধ হবে। শূণ্যপদের ভিত্তিতে যথা সময়ের উপযুক্ত শিক্ষক নিয়োগ দেওয়া সহজ হবে। শিক্ষিত বেকাররা অতিদ্রুত বেকারত্ব থেকে মুক্তি পাবে এবং উচ্চ আদালত হতে রীট জটিলতা থাকবে না।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!