॥তনু সিকদার সবুজ॥ বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৪শে ফেব্রুয়ারী সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদানের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, অন্যান্যের মধ্যে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খান, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, বহরপুর কলেজের অধ্যক্ষ ও বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওহিদুল হক, মাঝবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রউফ বিশ্বাস, বালিয়াকান্দি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ওসমান গণি প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে জেলা প্রশাসক দিলসাদ বেগম বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এসে পৌঁছালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।