বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস ক্লাবের ফেসবুক গ্রুপের সদস্য হওয়ার আহ্বান

  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) বাস্তবায়নে রাজবাড়ী জেলা প্রশাসন বদ্ধপরিকর। এ জন্য জেলা প্রশাসক দিলসাদ বেগমের পরিকল্পনা গঠিত হয়েছে Rajbari Sustainable Development Goals Club. টেকসই উন্নয়ন অভীষ্ট-২০৩০ এর সফল বাস্তবায়নে জেলার সকল সরকারী ও আধা-সরকারী অফিস, শ্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানকে একীভূত করে এসডিজি অর্জনের লক্ষ্যে কাজ করতে জেলা প্রশাসক এ ক্লাব গঠন করেছেন। SDG Club এর উদ্দেশ্য হচ্ছে, রাজবাড়ী জেলাতে তরুণ সমাজসহ সকলকে গৃহীত কার্যক্রমে সম্পৃক্ত করা-যাতে ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন ও দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করা যায়। এ ক্লাবের সার্বিক কার্যক্রম অবহিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Rajbari Sustainable Development Goals Club নামে গ্রুপ পেজ খোলা হয়েছে। ফেসবুকের এই গ্রুপের সদস্য হওয়ার জন্য রাজবাড়ী জেলার সকল সরকারী ও বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন এনজিও, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, তরুণ ও সুশীল সমাজকে আহ্বান জানানো হয়েছে -বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!