॥মনির হোসেন॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ীর কালুখালীতে ৫দিনব্যাপী মুজিববর্ষের একুশে বই, শিক্ষা ও সংস্কৃতি মেলা শুরু হয়েছে।
স্থানীয় সামাজিক সংগঠন সূর্যোদয় সংঘের উদ্যোগে গতকাল ১৯শে ফেব্রুয়ারী বিকালে কালুখালী আদর্শ দাখিল মাদ্রাসার মাঠে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো।
সূর্যোদয় সংঘের সভাপতি আল হেলাল রনি’র সভাপতিত্বে ও রোমানা খানমের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, কালুখালী আদর্শ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার খোন্দকার আব্দুল ওহাব, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, সূর্যোদয় সংঘের সদস্য রকিব উদ্দিন খান মামুন, কালুখালী স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি ইসতিয়াক আহমেদ রানা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্য অতিথিগণসহ সূর্যোদয় সংঘের সদস্যগণ উপস্থিত ছিলেন। কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বইমেলা উদ্বোধনের পর অতিথিগণ মেলার স্টলগুলো পরিদর্শন করেন।