মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দের পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থী দলনেতা কদম আলী নিহত

  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০১৭

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর দেলুন্দি গ্রামে গতকাল ৮ই জুন ভোররাত সাড়ে তিনটার দিকে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থী দলনেতা করম আলী ওরফে কদম আলী(৩৮) নিহত হয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সর্বহারা লাল পতাকা গ্রুপের আঞ্চলিক নেতা। করম আলী উপজেলার দেবগ্রাম ইউনিয়নের আদর্শ গ্রামের মৃত কোবাদ আলীর ছেলে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন গত ৭ই জুন দিবাগত রাত তিনটার দিকে দেবগ্রামের চর দেলুন্দি অঞ্চলে বসে একদল চরমপন্থী সন্ত্রাসী গ্রুপ বৈঠক করছে। খবর পেয়ে রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের একটি দল ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের আরেকটি দল মিলে সেখানে অভিযান চালায়। এ সময় টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও জানমাল রক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে ১জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থল থেকে একটি এক নালা দেশীয় বন্দুক, একটি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
পুলিশের সাথে বন্দুকযুদ্ধে পুলিশের ১৫রাউন্ড গুলি ব্যবহৃত হয়। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়। নিহত করম আলী ওরফে কদম আলীর বিরুদ্ধে গোয়ালন্দ ও রাজবাড়ী থানায় ৫টি হত্যা ও সন্ত্রাসী কর্মকান্ডের মামলা রয়েছে। পরে লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের হয়েছে।
নিহতের মা-বাবা ও স্ত্রী, সন্তান কেউ না থাকায় তার খালা ময়না বেগম জানান, করম আলী র্দীঘদিন ধরে বাড়ি ছাড়া। প্রায় তিন মাস আগে মায়ের মৃত্যুর সময় একবার এসে দেখা করেই ফের চলে যায়। এলাকায় কারো সাথে কোন বিরোধ না থাকলেও শুনেছি বাইরে নাকি খারাপ পার্টি করতো।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!