॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় নারী উন্নয়ন ফোরামের (এনইউএফ) প্রশিক্ষণ কেন্দ্রে দুঃস্থ ও অসহায় নারীদের ৫দিনের হস্তশিল্প প্রশিক্ষণ শুরু হয়েছে।
গতকাল ১৯শে ফেব্রুয়ারী সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং প্রশিক্ষণার্থীদের হাতে উপকরণ তুলে দেন রাজবাড়ী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান।
এ সময় এনইউএফের প্রকল্প সমন্বয়কারী কারিবুর ইসলাম, প্রশিক্ষক রিজিয়া সুলতানা রুমা ও নাইম ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও ভালো ফলাফলকারীদের মধ্যে উপকরণ বিতরণ করা হবে।
যৌথভাবে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এনইউএফের আয়োজিত প্রশিক্ষণে ৬০জন দুঃস্থ ও অসহায় নারী অংশগ্রহণ করছেন।