Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আমিরাত প্রবাসীর কাব্য গ্রন্থ ‘অস্পর্শ ভালোবাসা’ ঢাকার একুশে বইমেলায়

॥আমিরাত থেকে ওবায়দুল হক মানিক॥ ঢাকার একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে আমিরাত প্রবাসী কবি আরাফাতুর ইসলাম চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ ‘অস্পর্শ ভালোবাসা’।
বয়সে তরুণ হলেও তার গ্রন্থের কবিতায় বেশ দক্ষতার ছাপ রেখেছেন তিনি। বিষয় বিন্যাসে, আঙ্গিকে ও প্রকাশ নৈপুণ্যে তার কাব্য স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। কবিতায় তিনি সত্য, সুন্দর আর সুনীতিকে আহ্বান জানিয়েছেন। প্রেম, প্রকৃতি ও স্বদেশ তার কবিতার প্রধান উপজীব্য।
প্রবাসে কর্ম ব্যস্ততার মাঝেও কাব্যগ্রন্থটি প্রকাশিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাত শাখার সাংগঠনিক সম্পাদক আরাফাতুর ইসলাম চৌধুরী বলেন, প্রেম, ভালোবাসা ও তারুণ্যের জয়গানে এবং চারপাশে নিত্যদিন ঘটে যাওয়া নানা ঘটনা আর ভাবনা থেকেই তার এই কবিতার বইটি লেখা। বইটি প্রকাশ করেছে ঢাকার অক্ষরবৃত্ত প্রকাশন। বইটির প্রচ্ছদ এঁকেছেন মোমিন উদ্দিন খালেদ এবং অলংকরণ করেছেন ফারজানা পায়েল। বইটি ঢাকার একুশে বইমেলার অক্ষরবৃত্ত প্রকাশনের স্টলে পাওয়া যাচ্ছে।