Site icon দৈনিক মাতৃকণ্ঠ

উজানচরে জমির দখল নিতে গাছ কেটে মাটি ভরাটের ঘটনায় থানায় অভিযোগ

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ গোয়ালন্দের উজানচরে জমির দখল নিতে গাছ কেটে মাটি ভরাটের ঘটনায় গত ১৬ই ফেব্রুয়ারী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মৈজদ্দিন মন্ডলের পাড়ার বাসিন্দা নূরুল হক জানান, গোয়ালন্দ-ফরিদপুর মহাসড়কের পাশে পূর্ব উজানচর গ্রামের ১৮ শতাংশ জমি নিয়ে স্থানীয় মজিবর রহমানের সাথে তার মামলা ছিল। সে মামলায় গত তিন বছর আগে আদালত থেকে তার পক্ষে রায় হয়। ওই জমিতে তিনি মেহগনি গাছের বাগান করেছেন। গত ১৫ই ফেব্রুয়ারী বিকালে মজিবর রহমান ও তার লোকজন ওই বাগানের ৭০টি মেহগনি গাছ কেটে মাটি ভরাটের কাজ শুরু করে। এ সময় তিনি বাড়ীতে না থাকায় তাদেরকে বাঁধা দিতে পারেননি। পরে গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় আঃ সালাম সরদার ও শামছুন্নাহার জানান, নূরুল হকের রোপণ করা মেহগনি গাছ গত শনিবার বিকালে মজিবর রহমানের ছেলেরা এসে কেটে মাটি ভরাটের কাজ শুরু করে।
অভিযুক্ত মজিবর রহমান ওই জমি তার পৈত্রিক সম্পত্তি দাবী করে বলেন, গাছগুলো আমাদের লাগানো ছিল। এখন জমিটি ভরাট করার জন্য গাছগুলো কাটা হয়েছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ওই জমির মাটি ভরাটের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তীতে বসে সমাধান না হলে আদালতে যাওয়ার পরামর্শ দেয়া হবে।