॥হেলাল মাহমুদ॥ বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের জ্যেষ্ঠ উপদেষ্টা নীলিমা থোটা’র নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল গতকাল ১৭ই ফেব্রুয়ারী বিকালে রাজবাড়ী পৌরসভা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা পৌরসভা মিলনায়তনে মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং এসডিজি ৬.২ এর ফলাফল অর্জনে রাজবাড়ী পৌরসভা কীভাবে ইউজিআইআইপি-৩ (আরবান গভর্ণেন্স এন্ড ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রকল্প-৩য় পর্ব) বাস্তবায়নে সহযোগিতা করছে সে সম্পর্কে অবহিত হন। পরে তারা রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় পৌরসভার ডাম্পিং স্টেশন(বর্জ্য ফেলার স্থান, যেখানে বর্জ্য প্রক্রিয়াজাতকরণ প্লান্ট নির্মিত হবে) এবং সুইপার কলোনীতে ড্রেন ও অন্যান্য উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের জ্যেষ্ঠ উপদেষ্টা নীলিমা থোটা’র সাথে এনজিও প্র্যাকটিক্যাল অ্যাকশনের কর্মকর্তা সাবরিনা নাজিয়া হক, কাজী আমিন, মামুন চৌধুরী, মোঃ রাকিবুজ্জামান, বি.এম জাহিদুল ইসলাম, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর শারমিন সুলতানা, প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম, বস্তি উন্নয়ন কর্মকর্তা শাহনাজ পারভীন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী খান, ইউজিআইআইপি-৩ এর কর্মকর্তা জাহিদুল আযম, রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক সরোয়ার মোর্শেদ খান, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু এবং পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর, পরিচ্ছন্নতা কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।