॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা আদি মহাশ্মশানে ৮১তম ৭২ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে দিনে রাতে চলছে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ।
প্রতিদিন ৩/৪ হাজার নারী-পুরুষ ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হচ্ছে।
গতকাল শনিবার ১৫ই ফেব্রুয়ারী রাতে প্রসাদ বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান করেন পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দীপক কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুব্রত কুমার দাস সাগর ও পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম বাসকসহ আপ্যায়ন কমিটির নেতৃবৃন্দ।
জানা যায়, পাংশা আদি মহাশ্মশানে মহানাম যজ্ঞানুষ্ঠান, শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা ও মেলা গত ৮ই ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে। আগামীকাল সোমবার মহাপ্রভূর ভোগরাগ ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে ৭২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও মেলার সমাপ্তি হবে।
এদিকে গতকাল শনিবার সন্ধ্যায় মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডু, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য গোবিন্দ কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কার্তিক সাহা ও চন্ডিচরণ ঘোষ, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে, পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি অনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার কুন্ডু, পাংশা আইডিয়াল গার্লস কলেজের প্রভাষক লিটন কুমার বিশ্বাসসহ সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ।