॥তনু সিকদার সবুজ॥ প্রাণি সম্পদ অধিদপ্তরের এনএটিপি-২ প্রকল্পের আওতায় বালিয়াকান্দি উপজেলার সিআইজি খামারীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল ১২ই ফেব্রুয়ারী দুপুরে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলার ২৮ জন সিআইজি(কমন ইন্টারেস্ট গ্রুপ বা একই সুবিধাভোগী দল) খামারীদের মধ্যে গাভী পালন প্রদর্শনীর ৮ জনের মধ্যে ২৪০ কেজি করে দানাদার খাদ্য, মুরগী পালন প্রদর্শনীর ৬ জনের মধ্যে ১০টি করে সোনালী মুরগী, মুরগীর ঘর ও ৬০ কেজি করে মুরগীর খাদ্য, ছাগল পালন প্রদর্শনীর ৭ জনের মধ্যে ১টি করে মাঁচা ও ৮০ কেজি করে খাদ্য এবং ঘাস চাষ প্রদর্শনীর ৭জনের মধ্যে ঘাস কাটার যন্ত্র, নেট, কাঁচি ও নিরানী বিতরণ করা হয়।
এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল হক সরদার এবং উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ শাহিনুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।