॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর গ্রামে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন করে বাড়ী থেকে তাড়িয়ে দেয়ায় স্বামী এরশাদ শেখ (৩০)কে পুলিশ গ্রেফতার করেছে। গত ৬ই জুন রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বড়নুরপুর গ্রামের ওহাব শেখ ওরফে টলো’র ছেলে।
জানাযায়, এরশাদ ১২বছর আগে মূলঘর ইউনিয়নের রশোড়া গ্রামের ওহাব শেখের মেয়ে সেলিনা খাতুন (২৮)কে বিয়ে করে। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই এরশাদ বিভিন্ন সময় বাবার বাড়ী থেকে যৌতুক এনে দেয়ার জন্য সেলিনাকে চাপ দিতো। তার কথা মতো সেলিনা বাবার বাড়ী থেকে যৌতুক এনেও দেন। কিন্তু এতে চাহিদা মেটেনি যৌতুকলোভী স্বামী এরশাদের। যে কারণে আরো ১লক্ষ টাকা যৌতুক এনে দেয়ার জন্য সেলিনার ওপর চাপ প্রয়োগ করতো সে। এতে অস্বীকার করায় গত ৩রা জুন বিকেলে চুলির মুঠি ধরে কাঠের বাটাম দিয়ে তাকে পিটিয়ে নির্যাতন করে এরশাদ। এক পর্যায়ে ৫বছরের পুত্র সন্তান সৌরভসহ সেলিনাকে বাড়ীতে তাড়িয়ে দেয়া হয়। শর্ত জুড়ে দেয়া হয় শুধু যৌতুকের ১লক্ষ টাকা সঙ্গে আনলেই এ বাড়ীতে ফিরতে পারবে। তাছাড়া নয়। পরে গুরুতর অবস্থায় শিশু সন্তানকে নিয়ে সেলিনা বাবার বাড়ীতে উঠলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সেলিনার বাবা ওহাব শেখ বাদী হয়ে গত ৬ই জুন জামাই এরশাদকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এ মামলা দায়ের পর ওই দিন রাতেই পুলিশ এরশাদকে গ্রেফতার করে। গতকাল ৭ই জুন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।