বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কালুখালীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ৪টি ড্রেজার মেশিন জব্দ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ীয়ার চরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন জব্দ ও সেগুলোর পাইপ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ৫ই ফেব্রুয়ারী দুপুরে কালুখালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নূরুল আলম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওসি মোঃ কামরুল হাসানের নেতৃত্বে কালুখালী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযান পরিচালনাকারী ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নূরুল আলম জানান, হরিণবাড়ীয়ার চরে পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে কালুখালী থানা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন জব্দ ও সেগুলোর পাইপ আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এছাড়াও হরিণবাড়ীয়া বাজার সংলগ্ন রাস্তায় অবৈধ বালুবাহী ভারী যানবাহন চলাচল বন্ধে চেকপোস্ট নির্মাণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!