রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে জাসদের দ্বি-বার্ষিক সম্মেলনে স্বপন দাস সভাপতি ও উজ্জল গুহ সাধারণ সম্পাদক মনোনীত

  • আপডেট সময় শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

॥স্টাফ রিপোর্টর॥ বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সম্মেলন ও জনসভা গতকাল ৩১শে জানুয়ারী বিকেলে শহরের ১নং রেলগেটস্থ বটতলার মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে স্বপন কুমার দাস সভাপতি ও উজ্জল গুহকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৪৬ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাসদের রাজবাড়ী জেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
অন্যান্যের মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক করিম সিকদার, সদস্য আনোয়ারুল ইসলাম বাবু, ফরিদপুর জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ মন্ডল ও রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টুসহ বক্তব্য রাখেন।
জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাস ও উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক উজ্জল গুহ।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেন, মার্শাল ল’কে ফেস করে, মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রাম এগিয়েছে এবং সর্বশেষ পর্যায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আরোপ করার মধ্য দিয়ে সাংবিধানিক যে রাজনীতি আমরা মজবুত করেছি। কিন্তু গণতন্ত্র পুরোপরি মজবুত হয়েছে সেটা বলার সুযোগ সে রকম নেই। কেননা মানুষ কথাবার্তা বলতে এখনো ভয় পায়। বাংলাদেশ জাসদের লক্ষ ও উদ্দেশ্যে হলো দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং মানুষ যাতে নির্ভয়ে ন্যায্য কথাটা বলতে পারে সেই পরিবেশটা তৈরী করা।
তিনি ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে বলেন, আমরা ১৪দলের শরীক হিসেবে আমাদের প্রার্থী তাপস ও আতিক। আমরা তাদের জন্য মিটিং করেছি, বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছি। কিন্তু তারপরও শেষ কথা হলো কত মানুষ ভোট কেন্দ্রে আসলো, কিভাবে ভোট কাষ্টিং হলো এবং কাষ্টিং অনুযায়ী ফলাফল ঘোষণা হলো কি না। যদি এটা হয় তাহলে আমি মনে করি এতে নির্বাচন কমিশন সফল হবে এবং সরকারের কিন্তু এ সাফল্যের শরীকানা থাকবে। আর যদি না হয় তাহলে এর দায় প্রথমত নির্বাচন কমিশনের এবং দ্বিতীয়ত সরকারের।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!