শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশার মালেক প্লাজায় গ্রামীণ ফোন সেন্টার উদ্বোধন

  • আপডেট সময় বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শহরের মালেক প্লাজায় গতকাল ২৮শে জানুয়ারী দুপুরে বর্ণাঢ্য আয়োজনে গ্রামীণ ফোন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের আগে গ্রামীণ ফোন সেন্টারের সামনে বাদ্যযন্ত্র বাজানো হয়। এতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
জানা যায়, ফিতা কেটে ও কেক কাটার মধ্যদিয়ে উৎসবমূখর পরিবেশে পাংশা শহরের মালেক প্লাজায় গ্রামীণ ফোন সেন্টারের উদ্বোধন ঘোষণা করেন গ্রামীণ ফোনের খুলনা বিজনেস সার্কেল হেড মোহাম্মদ আওলাদ হোসেন।
তিনি বলেন, পাংশাবাসীর মাঝে মোবাইল সেবা ছড়িয়ে দিতে গ্রামীণ ফোন সেবা কেন্দ্র নিয়ে এসেছে। গ্রামীণ ফোনের সেবা নিতে এখন আর রাজবাড়ী-কুষ্টিয়া যেতে হবে না। অধিকতর সেবা নিশ্চিতকরণের লক্ষ্য নিয়েই পাংশাতে সেবা কেন্দ্র চালু করা হয়েছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, গ্রামীণ ফোন সেন্টার পাংশা থেকে গ্রাহকরা বন্ধুত্বপূর্ণ পরিবেশে গ্রামীণ ফোনের সকল সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি এখন থেকে গ্রামীণফোন অফারের সিম, হ্যান্ডসেট, মোডেম, রাউটার, ইন্টারনেট ও ডিজিটাল প্রডাক্টসহ নতুন নতুন সেবা গ্রহণ করতে পারবেন। গ্রাহকদের সেবা নিশ্চিতকরণে পাংশা গ্রামীণফোন সেন্টারের সাথে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বরিশালের রিজিওনাল হেড মোহাম্মদ ফাহিম ইসলাম, সার্কেল রিটেইল হেড মোহাম্মদ রুহুল আমিন সরকার, ফরিদপুর এরিয়া ম্যানেজার মোহাম্মদ শাহিদুর রহমান, সার্কেল ফ্র্যাঞ্চাইজ ম্যানেজার শামীম আহসান, সার্কেল মার্কেট কমিনিকেশন হেড বিপুল সাহা, বরিশাল জিপিসি সেন্টার হেড মোঃ আল মামুন সানাউল হক, পাংশা টেরিটোরি ম্যানেজার মেহেদী রহমান খান, পাংশা গ্রমীণ ফোন সেন্টারের স্বত্ত্বাধিকারী ও অনুমোদিত পরিবেশক নাজমুল কাদের সবুজ সহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!