সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

অংকুর স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর অংকুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৭শে জানুয়ারী সকালে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
অংকুর স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ নাইয়ার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিগণসহ শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগমসহ অন্যান্য বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আগামী ১৭ই জানুয়ারী বঙ্গবন্ধুর জন্মদিনে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সারা দেশের ন্যায় রাজবাড়ীতেও মুজিববর্ষ শুরু হবে। আমাদের সকলের উচিত হবে মুজিববর্ষকে যথাযথ মর্যাদা সহকারে পালন করা। শিক্ষার্থীদের কর্তব্য হবে অন্য যে কোন সময়ের চেয়ে আরও ভালোভাবে লেখাপড়া করা। পরীক্ষায় ভালো রেজাল্ট করার পাশাপাশি নিজেদের শরীর ও মন সুস্থ রাখার জন্য নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করা। তাহলেই একজন শিক্ষার্থী নিজেকে পরিপূর্ণভাবে করে গড়ে তুলতে পারবে।
আলোচনা পর্বের শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক দিলসাদ বেগম অনুষ্ঠানের সভাপতিসহ অন্যান্য অতিথিদের সাথে পায়রা উড়িয়ে ও মশাল প্রজ্বালনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!