Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় স্বেচ্ছাসেবী সংগঠন সিঁড়ি’র নতুন কমিটি গঠন

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন সিঁড়ি’র কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত ২৫শে জানুয়ারী সংগঠনের কার্যালয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে আশিকুল ইসলাম আশিককে সভাপতি ও শেখ সুজনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি(২০২০-২০২১) গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন ঃ সহ-সভাপতি সোহেল রানা, মতিউর রহমান নিশান, সাব্বির হোসেন, নাজির উদ্দিন নিশান ও আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রাজন ও মোঃ মহসীন আলী, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, অর্থ সম্পাদক জাহিদ খান, সহ-অর্থ সম্পাদক ওমিদ হোসেন, দপ্তর সম্পাদক নাজমুল সাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক অরূপ কুমার বিশ্বাস, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাজু মন্ডল, অনলাইন প্রচার ও প্রকাশনা সম্পাদক সোয়াইব মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক অনন্যা রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুর রউফ, হাফিজুল ইসলাম, মোঃ সজিবুল ইসলাম, মোরসালিন রোমান্স ও মোঃ জিল্লুর রহমান।
উপদেষ্টামন্ডলী ঃ একেএম শরিফুল মোরশেদ রনজু, শিব শংকর চক্রবর্তী, মেহেদী হাসান লিটন, মঞ্জুরুল ইসলাম, খলিলুর রহমান, মোহাম্মদ আব্দুর রউফ, হাজ্জাজ মুন্সী, হাফিজুল ইসলাম ও মামুন-উর-রশিদ।
সংগঠনের সভাপতি আশিকুল ইসলাম আশিক ও সাধারণ সম্পাদক শেখ সুজন জানান, সিঁড়ি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যে সকল মেধাবী ছাত্র-ছাত্রীর প্রবল ইচ্ছা শক্তি থাকা স্বত্ত্বেও সুযোগ-সুবিধা ও সুষ্ঠু পথনির্দেশকের অভাবে মেধার বিকাশ ঘটাতে পারছে না- তাদের লেখাপড়া নিশ্চিত করা। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবহেলিত মেধাবী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক সাহায্য করা এবং তাদের সমস্যা সমাধানে পাশে থাকা। রক্তদান করা, সিঁড়ির সকল সদস্য রক্তদানে অঙ্গীকারবদ্ধ। মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ করা। জনসাধারণকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও শিক্ষিত সমাজ উপহার দেওয়া। সিঁড়ি সম্পূর্ণভাবে অলাভজনক, অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সংগঠন প্রভৃতি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিঁড়ি।
সিঁড়ি’র কার্যক্রম বাস্তবায়নে সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিক সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।