॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন সিঁড়ি’র কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত ২৫শে জানুয়ারী সংগঠনের কার্যালয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে আশিকুল ইসলাম আশিককে সভাপতি ও শেখ সুজনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি(২০২০-২০২১) গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন ঃ সহ-সভাপতি সোহেল রানা, মতিউর রহমান নিশান, সাব্বির হোসেন, নাজির উদ্দিন নিশান ও আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রাজন ও মোঃ মহসীন আলী, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, অর্থ সম্পাদক জাহিদ খান, সহ-অর্থ সম্পাদক ওমিদ হোসেন, দপ্তর সম্পাদক নাজমুল সাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক অরূপ কুমার বিশ্বাস, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাজু মন্ডল, অনলাইন প্রচার ও প্রকাশনা সম্পাদক সোয়াইব মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক অনন্যা রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুর রউফ, হাফিজুল ইসলাম, মোঃ সজিবুল ইসলাম, মোরসালিন রোমান্স ও মোঃ জিল্লুর রহমান।
উপদেষ্টামন্ডলী ঃ একেএম শরিফুল মোরশেদ রনজু, শিব শংকর চক্রবর্তী, মেহেদী হাসান লিটন, মঞ্জুরুল ইসলাম, খলিলুর রহমান, মোহাম্মদ আব্দুর রউফ, হাজ্জাজ মুন্সী, হাফিজুল ইসলাম ও মামুন-উর-রশিদ।
সংগঠনের সভাপতি আশিকুল ইসলাম আশিক ও সাধারণ সম্পাদক শেখ সুজন জানান, সিঁড়ি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যে সকল মেধাবী ছাত্র-ছাত্রীর প্রবল ইচ্ছা শক্তি থাকা স্বত্ত্বেও সুযোগ-সুবিধা ও সুষ্ঠু পথনির্দেশকের অভাবে মেধার বিকাশ ঘটাতে পারছে না- তাদের লেখাপড়া নিশ্চিত করা। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবহেলিত মেধাবী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক সাহায্য করা এবং তাদের সমস্যা সমাধানে পাশে থাকা। রক্তদান করা, সিঁড়ির সকল সদস্য রক্তদানে অঙ্গীকারবদ্ধ। মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ করা। জনসাধারণকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও শিক্ষিত সমাজ উপহার দেওয়া। সিঁড়ি সম্পূর্ণভাবে অলাভজনক, অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সংগঠন প্রভৃতি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিঁড়ি।
সিঁড়ি’র কার্যক্রম বাস্তবায়নে সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিক সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।