Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে নানা আয়োজনে ছাত্রলীগের জন্মদিন পালিত

॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালীতে নানা আয়োজনে ছাত্রলীগের ৭২তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে কালুখালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল ২৪শে জানুয়ারী বিকালে প্রথমে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য র‌্যালী।
র‌্যালীটি রতনদিয়া বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর রুকু’র সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউইনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জান চৌধুরী মবি ও যুগ্ম-আহ্বায়ক রাকিবুল ইসলাম লাবু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ ছাত্রলীগের অতীত ও বর্তমান কর্মকান্ড তুলে ধরাসহ দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভার শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।