শনিবার, ১১ মে ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

মাদক মামলায় রাজবাড়ীতে পাচারকারী লিটনের যাবজ্জীবন জেল

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা গতকাল ২০শে জানুয়ারী মাদক আইনের মামলার রায়ে লিটন শেখ (২৯)কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা অনাদারে আরো ৬মাসের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছেন।
দন্ডিত লিটন রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউপির গঙ্গাপ্রসাদপুর গ্রামের মোঃ তাহের আলী শেখের ছেলে।
আদালতের পিপি মোঃ উজির আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী থানার এস.আই মোঃ বদিয়ার রহমানের নেতৃত্বে এএসআই সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স ২০১৫ সালের ৯ই অক্টোবর সকাল সাড়ে ৬টায় কোলারহাট বাজারস্থ আমজাদ হোসেনের চা-পান, সিগারেটের দোকানের সামনে হতে মাদক ব্যবসায়ী মোঃ লিটন শেখকে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার এবং তার কাছে থাকা ফ্রিডম(রানার) রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল জব্দ করেন। লিটন শেখ উক্ত ফেন্সিডিল নিয়ে ফরিদপুরে গোয়ালচামট নামক স্থানে বিক্রির উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। আটককালে লিটনের সাথে থাকা সহযোগী মাদক বিক্রেতা ফরিদ পালিয়ে যায়।
এ বিষয়ে রাজবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের ২জনের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ মামলার তদন্ত শেষে দুই আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।
বিজ্ঞ আদালত মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আসামী লিটন শেখকে অভিযুক্ত করে উক্ত কারাদন্ডের আদেশ এবং অভিযোগ প্রমাণ না হওয়ায় পলাতক আসামী ফরিদকে মামলা হতে অব্যাহতি প্রদান করেন।
আদালতে রাষ্ট্র পক্ষে পিপি মোঃ উজির আলী শেখ এবং আসামী পক্ষে এডঃ কে.এ বারী মামলা পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!