॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর নতুন বাজার থেকে অপহৃত কিশোরী (১৬)কে গতকাল ৩রা জুন বিকেল ৪টার দিকে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল ফরিদপুরের কোতয়ালী থানার বায়তুল আমান বাজার এলাকা থেকে উদ্ধার করাসহ অপহরণকারী রায়হান হিরা(২১)কে গ্রেফতার করেছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদপুরের বোয়ালমারী থানাধীন বাসুদেবপুর গ্রামের ওই কিশোরীকে গত ১০ই মে বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী শহরের নতুন বাজারের মোস্তফা ফার্মেসীর সামনে থেকে জোরপূর্বক মাইক্রোবাসযোগে অপহরণ করা হয়। ওই ঘটনায় অপহৃত কিশোরীর পরিবারের পক্ষ থেকে গত ২০শে মে রাজবাড়ী সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করাসহ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পকে অবহিত করা হয়। ব্যাপক অনুসন্ধানের পর র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে র্যাবের একটি দল গতকাল ৩রা জুন বিকেল ৪টার দিকে ফরিদপুরের কোতয়ালী থানার বায়তুল আমান বাজার এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করাসহ অপহরণকারী রায়হান হিরাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রায়হান হিরা রাজবাড়ী শহরের দক্ষিণ ভবাণীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। এ সময় তার নিকট থেকে ১টি নেকলেস, ১জোড়া কানের দুল, ১টি আংটি, ২টি স্বর্ণের রুলি, ১টি নাকফুল ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত রায়হান হিরাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।