শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে যৌনপল্লীর শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

॥দেবাশীষ বিশ্বাস॥ “মুজিব বর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার” শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর অবহেলিত শিশু-কিশোরদের মাঝে গতকাল ১৫ই জানুয়ারী শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির মাঠে গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে অনুষ্ঠানে যৌনপল্লীর সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান,বিপিএম-বার, পিপিএম-বার।
রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পিপিএম-বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ডিআইজি হাবিবুর রহমান বলেন, যৌনকর্মীদের সন্তানদের পড়াশুনার সুযোগ তৈরী করে দেওয়ার দায়িত্ব আমার, আপনার সকলের। তারা আর অবহেলিত থাকবে না। তাদেরকেও সাধারণ মানুষের মতো সকল সুযোগ সুবিধা করে দিতে হবে। যৌনকর্মী বা তাদের সন্তানই নয়, যারা তৃতীয় লিঙ্গ বা হিজড়া হিসেবে পরিচিত তাদেরও পুর্নবাসন করতে হবে। তৃতীয় লিঙ্গের মানুষদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুলিশ কাজ করছে। ইতিমধ্যে দৌলতদিয়া ইউনিয়নে খাস জমি বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
ডিআইজি হাবিবুর রহমান দেশের বৃহত্তম দৌলতদিয়া পতিতাপল্লীর বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের শ্রমের টাকায় যাতে কেউ ভাগ বসাতে না পারে সেজন্য পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের সুখ-দুঃখে বাংলাদেশ পুলিশ পাশে থাকবে। আপনাদের প্রতি যদি কেউ অন্যায়-অবিচার করে তাহলে আপনারা সংঘবদ্ধ হয়ে রুখে দাঁড়াবেন। পুলিশ সবসময় আপনাদের নিরাপত্তায় থাকবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোয়ালন্দ ঘাট থানার নবাগত ওসি মোঃ আশিকুর রহমান। গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গেদু, দৌলতদিয়া ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান আব্দুর রহমান, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, চাইল্ড ক্লাবের চেয়ারম্যান ফারহান রাসেল ও যৌনকর্মীদের পক্ষে ঝুমুর বেগম বক্তব্য রাখেন।
এরআগে ফেরী থেকে নামার পর ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান দৌলতদিয়া ঘাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরার পুলিশের কন্ট্রোল রুম থেকে উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!