Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে মোবাইল কোর্টের অভিযানে ড্রাম চিমনীর দুইটি অবৈধ ইটভাটা বন্ধ॥সাড়ে ৩লক্ষ টাকা জরিমানা

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল ১৩ই জানুয়ারী পরিবেশ অধিদপ্তর, পুলিশ-ব্যাটালিয়ান আনসার ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় কালুখালী উপজেলার ৩টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ২টি ভাটা বন্ধ করাসহ সাড়ে ৩লক্ষ টাকা জরিমানা আদায় করেছে।
জানা গেছে, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ কাঠ পোড়ানোর দায়ে কালুখালী উপজেলার মোহনপুরের ফিক্সড চিমনীর কে.বি ব্রিকসের মালিক মোঃ আবুল কাশেম মহাজনকে ইটভাটা নিয়ন্ত্রণ আইনের ৬ ধারায় ৩লক্ষ টাকা জরিমানা করা হয়।
এরপর ভ্রাম্যমাণ আদালত মাঝবাড়ী গ্রামে মোঃ তরিকুল ইসলামের ড্রাম চিমনীর কে.টি.বি ব্রিকস ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়াসহ ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়।
এরপর একই অপরাধে সাতটা গ্রামের ড্রাম চিমনীর পি.এফ.পি ব্রিকস ইটভাটাকে ভেঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যদের দিয়ে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলার পাশাপাশি ভাটার মালিক মজিবর মাস্টারকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক ড. মোঃ লুৎফর রহমান এবং প্রসিকিউটর হিসেবে পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর তুহিন আলন ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।