॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল ১২ই জানুয়ারী সকালে রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয়।
সভায় নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন, ২০১৮-২০১৯ অর্থ বছরের আয়-ব্যয় হিসাব, ২০১৮-২০১৯ অর্থ বছরের জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের একলাখ টাকা, জেলা সমাজসেবা কার্যালয়ে নতুন ছকে মাসিক প্রতিবেদন প্রেরণ, রোগী কল্যাণ সমিতির সিটিজেন চার্টার, ডিজিটাল সাইন বোর্ড ও হাসপাতালে সমিতির কক্ষ স্থাপন প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনজুয়ারা খাতুন সুমী, সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, পাংশা পৌরসভার সংরক্ষিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র রাশিদা ইয়াসমীন, ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার রাজবাড়ী ফিল্ড অফিসের সহকারী প্রোগ্রাম অফিসার(ইনচার্জ) সুমী বিশ্বাস, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানীয়েল সীপার, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার পিকুল আলীসহ সমিতির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।