॥তনু সিকদার সবুজ॥ মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প(২য় পর্যায়) এর আওতায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভেল্লাবাড়ীয়া মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গত ৮ই জানুয়ারী সকালে ভেল্লাবাড়ীয়া গ্রামের আর.ডি নাছের সরদারের পুকুর পাড়ে এই মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প(২য় পর্যায়) এর উপ-প্রকল্প পরিচালক অজিত কুমার পাল, বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ও জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, অন্যান্যের মধ্যে বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) রবিউল হক, উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহাদত ইসলাম, একাডেমিক সুপারভাইজার মিয়াদ হোসেন, আমার বাড়ী আমার খামার প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক বিধান কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী রাওফুর ইসলাম, ইতি খাতুন ও ইমরান মোল্লাসহ বিভিন্ন ইউনিয়নের লিফ, মৎস্য চাষী ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বের শেষে আরডি নাছের সরদারের মিশ্র পাঙ্গাস মাছ চাষের পুকুরে জাল টেনে ফলাফল প্রদর্শন করা হয়।