শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

আমার পরিবারের জন্য বাংলাদেশ নিরাপদ নয় –নিউইয়র্কে ব্যারিস্টার সুমন

  • আপডেট সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

॥নিউইয়র্ক থেকে তোফাজ্জল লিটন॥ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে ফেসবুকে লাইভ সম্প্রচার ও নুসরাত হত্যাকান্ডের পর ফেনীর সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা করে আলোচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘যদিও তেমন কোন হুমকী আসেনি-তবুও আমি মনে করি বাংলাদেশ আমার পরিবারের জন্য নিরাপদ নয়। তাই আমার স্ত্রী, ২সন্তান ও মাকে চিরদিনের জন্য আমেরিকা রেখে যাচ্ছি।’
গত ১লা জানুয়ারী স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসের বাংলাদেশী কমিউনিটি আয়োজিত ইংরেজী বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার সুমন আরও বলেন, আমি প্রথমে আমার পরিবারের নিরাপত্তা চাই। কিন্তু বাংলাদেশের পক্ষে তা দেয়া সম্ভব নয়। আমার ও আমার পরিবারের সদস্যদের আমেরিকান গ্রীন কার্ড রয়েছে। পরিবারকে রেখে বাংলাদেশে ফিরে গিয়ে আমি নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে কাজ করে যেতে চাই। বাংলাদেশের এখন যে অবস্থা, আল্লাহ্ যেন আমাকে মন্ত্রী বানিয়ে বেইজ্জত না করেন-তার চেয়ে ব্যারিস্টার সুমন হিসেবেই আমি গর্ববোধ করি। বাংলাদেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা মাইনরিটি নয়, প্রকৃত মাইনরিটি হচ্ছে সৎলোকেরা। দেশে নেতার অভাব নেই কিন্তু সৎলোকের অভাব রয়েছে। সৎলোকের অভাবের কারণেই বাংলাদেশ এতো পিছিয়ে আছে। এছাড়াও তিনি তার বক্তব্যে কানাডার বেগম পল্লীতে বাংলাদেশের দুর্নীতিবাজদের আখড়ার কথাও উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!