বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে সাংবাদিকদের মানববন্ধন ডিসি-এসপির কাছে স্মারকলিপি পেশ

  • আপডেট সময় শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল এবং রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে গতকাল ২রা জানুয়ারী দুপুরে প্রেসক্লাবের সামনে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর বারোটায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীর সভাপতিত্ব করেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এবং ভোরের কাগজের রাজবাড়ী জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী।
দৈনিক সমকাল পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল চন্দনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল কুদ্দুস বাবু, শামীমা আক্তার মুনমুন, কালের কণ্ঠের গোয়ালন্দ প্রতিনিধি গণেশ চন্দ্র পাল, প্রথম আলো গোয়ালন্দ প্রতিনিধি এম রাশেদুল হক, সঞ্জিব কুমার দাস, সোহেল রানা, চ্যানেল ২৪ এর রাজবাড়ী প্রতিনিধি সুমন কুমার বিশ^াস প্রমূখ।
মানববন্ধন শেষে সাংবাদিকরা মামলা প্রত্যাহারের দাবীতে জেলা প্রশাসক দিলসাদ বেগমের কাছে স্মারকলিপি পেশ করে। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপারের কাছে সাংবাদিকরা স্মারকলিপি পেশ করেন।
গত ২৩শে ডিসেম্বর প্রথম আলোতে ‘ছাত্রলীগ নেতার গুলিতে স্কুলছাত্র গুরুতর আহত’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর আগের দিন ২২শে ডিসেম্বর দৈনিক কালের কণ্ঠে ‘ছাত্রলীগ নেতার হাত থেকে বাবাকে বাঁচাতে কিশোর গুলিবিদ্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!