শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় প্রত্যয় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু

  • আপডেট সময় শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় আর্ত-মানবতার সেবায় প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘প্রত্যয় ফাউন্ডেশন’র উদ্যোগে গতকাল ২৭শে ডিসেম্বর সন্ধ্যায় দুস্থ শীতার্ত লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
সেই সাথে ১জন ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসা সহায়তা হিসেবে সংস্থার পক্ষ থেকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
জানা যায় দুস্থ, অসহায় ও পাংশার জন্য-সেবা আপনার প্রয়োজনে নিন, অন্যের প্রয়োজনে দিন, অন্যকে পেতে ও নিতে সহায়তা করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রত্যয় ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গত দুই বছর দুস্থ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ, ৮টি কেন্দ্রের মাধ্যমে পবিত্র কোরআন-নামাজ, বয়স্ক ও শিশু শিক্ষা কার্যক্রম, রক্তদান, বৃক্ষরোপন, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা নিয়মিত দরিদ্র লোকজনের চিকিৎসা প্রদান ও চিকিৎসা সহায়তাসহ সামাজিক সেবা ও জনকল্যানমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ৮টি কেন্দ্রে প্রায় আড়াইশত বয়স্ক ও শিশুর মাঝে পবিত্র কোরআন ও নামাজ এবং বয়স্ক ও শিশু শিক্ষার পাঠদান কার্যক্রম চলছে। ইতিমধ্যে অনেকে সংস্থার কেন্দ্রগুলো থেকে পবিত্র কোরআন ও নামাজ এবং বয়স্ক ও শিশু শিক্ষা কোর্স সম্পন্ন করেছে।
সংস্থার কার্যক্রমের ধারাবাহিকতায় এবারে গতকাল শুক্রবার সন্ধ্যায় ‘প্রত্যয় ফাউন্ডেশন’র কার্যালয়ে ১জন ক্যান্সার রোগীর চিকিৎসায় নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। একই সাথে দুস্থ শীতার্ত লোকজনের মাঝে হাত ও পায়ের মোজা এবং কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রত্যয় ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বারদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ খালিদ আহম্মেদ সাইফুল্লাহ, খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন (বিসিএস স্বাস্থ্য), ডাঃ খোন্দকার শোয়াইব হোসাইন শিবলী (বিসিএস স্বাস্থ্য. এম.ডি রেসিডেন্সি (এন্ড্রোক্রানোলজী) বারডেম জেনারেল হাসপাতাল ঢাকা, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফজলে রাব্বী, ডাঃ মোঃ সুজন, পাংশা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রেজা, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এম.এ জিন্নাহ, পাংশা প্রেসক্লাবের সহ-সভাপতি ও কশবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান পিল্টু জোয়াদ্দার, পাংশা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রত্যয় ফাউন্ডেশনের সমন্বয়ক ও মুখপাত্র কাজী ছাব্বির হোসেন শিমু, পাংশা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীনুল ইসলাম, হাইক-পাংশা শোরুমের প্রোপ্রাইটর রিয়াজুল ইসলাম জিয়া, মোঃ আব্দুল আলীম বিশ্বাস, আরিফুল ইসলাম, মোঃ আবু সাল্লেক বিশ্বাস, রফিকুল ইসলাম, মোঃ নূরুন্নবী, ডেন্টিস্ট মোঃ রবিউল ইসলাম রিপনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রত্যয় ফাউন্ডেনের ফাউন্ডার মেম্বার ও ঢাকাস্থ আর.এন.টি বিডি লিমিটেড’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক লাবনী আক্তার ঋতু ও প্রসুনুজ্জামান খান রিজু’র অর্থায়নে কম্বল বিতরণ ও ক্যান্সার রোগীর নগদ আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।
পাংশা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রত্যয় ফাউন্ডেশনের সমন্বয়ক ও মুখপাত্র কাজী ছাব্বির হোসেন শিমু জানান, আর্তমানবতার সেবায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি কর্মসূচী পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!