॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।
রাজবাড়ী জেলা কিন্ডার এসোসিয়েশনের বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে গতকাল ২১শে ডিসেম্বর থেকে বালিয়াকান্দি সরকারী কলেজ কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে, যা আজ ২২শে ডিসেম্বর সমাপ্ত হবে। গতকাল শনিবার সকালে পরীক্ষা চলাকালে বালিয়াকান্দি সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমরেশ চন্দ্র সরকারসহ উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও লিটল এনজেলস প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ রানা খান জানান, এসোসিয়েশনভুক্ত ১১টি কিন্ডার গার্টেন স্কুলের (লিটল এনজেলস প্রি-ক্যাডেট, সোনামনি কিন্ডার গার্টেন, স্বরলিপি কিন্ডার গার্টেন, মেধা বিকাশ কিন্ডার গার্টেন, বালিয়াকান্দি স্কলার্স স্কুল, প্রতিভা কিন্ডার গার্টেন, লাইফ লাইন আইডিয়াল স্কুল, ক্রিয়েটিভ আইডিয়াল স্কুল, ধর্মতলা মডেল কিন্ডার গার্টেন, সাঙ্গুড়া ইসলামী কিন্ডার গার্টেন ও দারুল কুরআন কিন্ডার গার্টেন) নার্সারী থেকে ৫ম শ্রেণীর ২৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। তাদের মধ্যে ৯০ জন পরীক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করা হবে। আগামী ফেব্রুয়ারী মাসের ১ম সপ্তাহে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।