॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা মাঠে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নাট্যালোকের বার্ষিক নাট্যোৎসবে গতকাল ২০শে ডিসেম্বর রাতে ‘লক্ষ্ণী’ প্রিয়ার সংসার’ নাটক মঞ্চায়িত হয়।
গতকাল শুক্রবার রাত সোয়া ৮টায় চতুর্থ দিনের নাটক শুরু হয়। নাটকে সঞ্জীব কুন্ডু, মুকুল কুন্ডু, চৈতন্য বসাক, হিমাংশু কুন্ডু রকেট, দিলীপ চক্রবর্তী, আব্দুল ওয়াহাব, আরিফ খান, দেবাশীষ কুন্ডু, মনির হোসেন, সমির কুন্ডু, আব্দুল মমিন, শ্যামল শিকদার, শামীম সাগর, রেজা খান, শ্যামল সেন, সাহেব আলী, শিশু শিল্পী প্যারিস কুন্ডু, রিক্তা সেলিম, শিলা চক্রবর্তী, জোসনা বেগম ও তপতি বিশ্বাস অভিনয় করেন। নাট্যালোকের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে নাট্যানুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
জানা যায়, আজ শনিবার ২১শে ডিসেম্বর সমাপনী দিনে ‘বাগদত্তা’ নাটক মঞ্চায়িত হবে। নাটকের আগে অধ্যাপক আবুল হোসেন মল্লিক রচিত ‘প্রবন্ধ বিচিত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন হবে।
অনুষ্ঠানে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, নাট্যালোক আয়োজিত ৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও বার্ষিক নাট্যোৎসব গত মঙ্গলবার রাতে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম উদ্বোধন করেন।