॥আশিকুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামে ছাগলে ভাতের মাড় খাওয়ায় হালিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশীরা। আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।
গত ৪ঠা ডিসেম্বর বিকালে এ ঘটনা ঘটে। এরপর গত ১০ই ডিসেম্বর এ ঘটনায় রাজবাড়ীর ১নং আমলী আদালতে ৪জনকে আসামী করে মামলা দায়ের করেন বৃদ্ধা হালিমা বেগম। মামলায় উদয়পুর গ্রামের মৃত বিষু শেখের ছেলে লুৎফর শেখ(৪৫), নুরাল শেখ(৪৮), লিটন শেখ(৩৮) ও লুৎফর শেখের স্ত্রী রাশিদা বেগম (৪১)কে আসামী করা হয়েছে। আদালতের বিচারক মামলাটি রাজবাড়ী থানার ওসি’কে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। গতকাল ১৯শে ডিসেম্বর বিকালে রাজবাড়ী থানার এসআই আতাউর রহমান সরেজমিনে গিয়ে ঘটনাটি তদন্ত করেন।
হালিমা বেগমের ছেলে উদয়পুর বাজারের প্লাস্টিক সামগ্রী ও ফার্ণিচারের দোকানী হালিম শেখ বলেন, প্রতিবেশী মৃত বিষু শেখের ছেলেদের সঙ্গে আমাদের সামাজিক ও পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য রয়েছে। গত ৪ঠা ডিসেম্বর বিকালে আমি দোকানে অবস্থান করছিলাম। সে সময় আমাদের একটি ছাগল বিষু শেখের ছেলে লুৎফরের ঘরে ঢুকে ভাতের মাড় খেয়ে ফেলে। এতে ক্ষুদ্ধ হয়ে লুৎফর ও তার স্ত্রী রাশিদা আমার মা ও স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমার বৃদ্ধা মা এগিয়ে গিয়ে তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে করে। খবর পেয়ে আমি দোকান থেকে বাড়ী গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাই। এছাড়া ওইদিন রাতেই আমি রাজবাড়ী থানায় অভিযোগ দায়ের করি। কিন্তু থানায় মামলাটি রেকর্ড হয়নি। আমার মা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা হলে তিনি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।
হালিম শেখ আরও বলেন, আসামীরা মামলাটি তুলে নেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালী নেতাদের দিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমরা খুবই শঙ্কিত অবস্থায় রয়েছি।
রাজবাড়ী থানার এস.আই আতাউর রহমান বলেন, শিগগিরই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আদালত পরবর্তীতে আইনগত পদক্ষেপ নিবেন।