॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় গত শুক্রবার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে পাংশা উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, পাংশা পৌরসভা, দুর্নীতি প্রতিরোধ কমিটি, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।
উপজেলা প্রশাসন ঃ উপজেলা প্রশাসন আয়োজিত দিবসের কর্মসূচীতে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লল হাকিম।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ হাসান ওদুদ। অনুষ্ঠানে পাংশা থানার অফিসার ইনচার্জ এস.এম শাহজালাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোস্তফা মাহমুদ(হেনা মুন্সি), পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ আতাউল হক খান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। দুপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা এবং সন্ধ্যায় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।