॥রঘুনন্দন সিকদার॥ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড.এস.এম ওয়াহিদুজ্জামান বলেছেন, ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করতে হলে মাল্টিমিডিয়া ক্লাস রুমের কোন বিকল্প নেই। গতকাল ১৩ই মে সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে তিনি বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রসহ শিক্ষা অফিসের বিভিন্ন কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম রকিব হায়দার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান এবং ক্রেস্ট প্রদান করেন।
পরে বালিয়াকান্দি কলেজ পরিদর্শনে গেলে কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস.এম ওয়াহিদুজ্জামানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং উপহার দেন। কলেজের শিক্ষকদের পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম রকিব হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদারসহ কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।