শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

টোকিওতে ‘ডেস্টিনেশন স্টাডি সেমিনার-বাংলাদেশ’ অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

॥টোকিও প্রতিনিধি॥ জাপান ও জাপানীদের প্রতি বাংলাদেশের জনগণের ভালবাসা, সম্মান ও কৃতজ্ঞতা অফুরন্ত। বাংলাদেশের স্বাধীনতার ঊষালগ্ন থেকেই দুই দেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের সকল প্রয়োজনে এবং উন্নয়নে জাপান তাদের বন্ধুসুলভ হাত সম্প্রসারিত করেছে।
অপরদিকে বাংলাদেশে অবস্থানরত ও ভ্রমণরত জাপানীদের বাংলাদেশীরা সর্বদা গ্রহণ করে পরম আতিথেয়তায়।
গতকাল ১০ই ডিসেম্বর জাপানের রাজধানী টোকিওর ট্রাজাল হসপিটালিটি এন্ড ট্যুরিজম কলেজের শিক্ষার্থীদের সাথে ‘ডেস্টিনেশন স্টাডি সেমিনার-বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব আলোচনা হয়।
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ও ইকোনমিক মিনিস্টার ড. শাহিদা আক্তার বক্তব্য রাখেন।
তিনি বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং মধ্যম আয়ের দেশ হওয়ার পরিক্রমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মঠ নেতৃত্ব ও ‘রূপকল্প-২০৪১’ নিয়ে আলোচনাসহ জাপানী শিক্ষার্থীদের বাংলাদেশে ভ্রমণের আহ্বান জানান।
বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও পর্যটন আকর্ষণ নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন দূতাবাসের প্রথম সচিব মুহাঃ শিপলু জামান। জাপানে বাংলাদেশী পর্যটকদের সুবিধার জন্য যে সকল বিষয় বিবেচনায় আনা প্রয়োজন উপস্থাপনায় সেসব বিষয়েও আলোকপাত করা হয়।
এ সময় বাংলাদেশের পর্যটন ও প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ভিডিও প্রদর্শন করা হয়। সেমিনারে আরোও বক্তব্য রাখেন কলেজের ব্যবস্থাপক ইয়োচিরো নিশি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!