Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ক্লিনিকগুলোতে ভালো চিকিৎসা না হলে ছাড় দেওয়া হবে না —জেলা প্রশাসক

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ৪ঠা ডিসেম্বর সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে প্রাইভেট ক্লিনিক মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশ্বের হাসান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডাঃ এএফএম শফিউদ্দিন পাতা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, রাজবাড়ী ক্লিনিকের পরিচালক ও প্রাক্তন সিভিল সার্জন ডাঃ পারিজাত কুমার পাল, নিরাময় ক্লিনিকের চেয়ারম্যান মামুন শেখ, পপুলার ক্লিনিকের প্রতিনিধি সোহেল, সুশীল সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক দিলসাদ বেগম তার বক্তব্যে বলেন, ক্লিনিক কখনো ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে না। ক্লিনিকগুলোতে ভালো চিকিৎসা না হলে কাউকে ছাড় দেওয়া হবে না। কারণ এখানে মানুষের জীবন-মৃত্যুর বিষয় থাকে। সেটা নিয়ে খেলা করা যাবে না। ক্লিনিকগুলোকে সরকারের নিয়ম মানতে হবে। অনেক ক্লিনিকেরই লাইসেন্স নাই। যাদের লাইসেন্স নাই তারা সেটা করে নিবেন। সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। মেডিকেল বর্জ্য ও সাধারণ বর্জ্য একসাথে রাখা বা ফেলা যাবে না।
সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার বলেন, সরকার যা চায় সে ব্যাপারে বেসরকারী ক্লিনিকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। ক্লিনিক পরিচালনার বিষয়ে সরকারের যে নীতিমালা রয়েছে তা সকলকে মানতে হবে। ডেন্টাল চিকিৎসা কেন্দ্রগুলোতে বেশী অনিয়ম দেখা যায়। তাদেরকে সঠিকভাবে সেবা দিতে হবে।
সভায় ক্লিনিক মালিকরা লাইসেন্স প্রাপ্তি সহজ করাসহ তাদের বিভিন্ন সমস্যা ও দাবী-দাওয়া তুলে ধরেন।