শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ক্লিনিকগুলোতে ভালো চিকিৎসা না হলে ছাড় দেওয়া হবে না —জেলা প্রশাসক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ৪ঠা ডিসেম্বর সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে প্রাইভেট ক্লিনিক মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশ্বের হাসান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডাঃ এএফএম শফিউদ্দিন পাতা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, রাজবাড়ী ক্লিনিকের পরিচালক ও প্রাক্তন সিভিল সার্জন ডাঃ পারিজাত কুমার পাল, নিরাময় ক্লিনিকের চেয়ারম্যান মামুন শেখ, পপুলার ক্লিনিকের প্রতিনিধি সোহেল, সুশীল সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক দিলসাদ বেগম তার বক্তব্যে বলেন, ক্লিনিক কখনো ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে না। ক্লিনিকগুলোতে ভালো চিকিৎসা না হলে কাউকে ছাড় দেওয়া হবে না। কারণ এখানে মানুষের জীবন-মৃত্যুর বিষয় থাকে। সেটা নিয়ে খেলা করা যাবে না। ক্লিনিকগুলোকে সরকারের নিয়ম মানতে হবে। অনেক ক্লিনিকেরই লাইসেন্স নাই। যাদের লাইসেন্স নাই তারা সেটা করে নিবেন। সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। মেডিকেল বর্জ্য ও সাধারণ বর্জ্য একসাথে রাখা বা ফেলা যাবে না।
সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার বলেন, সরকার যা চায় সে ব্যাপারে বেসরকারী ক্লিনিকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। ক্লিনিক পরিচালনার বিষয়ে সরকারের যে নীতিমালা রয়েছে তা সকলকে মানতে হবে। ডেন্টাল চিকিৎসা কেন্দ্রগুলোতে বেশী অনিয়ম দেখা যায়। তাদেরকে সঠিকভাবে সেবা দিতে হবে।
সভায় ক্লিনিক মালিকরা লাইসেন্স প্রাপ্তি সহজ করাসহ তাদের বিভিন্ন সমস্যা ও দাবী-দাওয়া তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!