Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়া ঘাট রেল স্টেশন পরিদর্শনে উর্দ্ধতন কর্মকর্তা

॥আবুল হোসেন॥ রেলওয়ে সেবা সপ্তাহ (৪-১০ ডিসেম্বর) উপলক্ষে যাত্রীসেবার মানোন্নয়, নিরাপত্তা নিশ্চিত করা ও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে তদারকি করতে রেলওয়ের দক্ষিণাঞ্চলের(পাকশী) সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ সারওয়ার গতকাল ৪ঠা ডিসেম্বর দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট রেলস্টেশন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি দৌলতদিয়া ঘাট রেল স্টেশনের প্লাটফর্ম ও স্টেশন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ, যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, সময়মতো ট্রেন ছাড়া এবং ট্রেন হকার ও ভিক্ষুকমুক্ত করাসহ বিভিন্ন বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
পরে তিনি রেলওয়ে কর্মকর্তাগণসহ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় দৌলতদিয়া ঘাট রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল জলিল, রাজবাড়ী রেলওয়ের জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর শফিকুর রহমান স্বপন, ভারপ্রাপ্ত জুনিয়র ইন্সপেক্টর মোখলেসুর রহমান সাগর, আন্তঃনগর মধুমতি এক্সপ্রেসের পরিচালক(গার্ড) আবুল হোসেন মোল্লা, রাজবাড়ী রেলওয়ে(জিআরপি) থানার এএসআই শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, দৌলতদিয়া ঘাট রেলস্টেশন দক্ষিণবঙ্গের রেলওয়ের প্রবেশদ্বার। অচিরেই সারাদেশের পাশাপাশি এখানকার সুযোগ-সুবিধাও বৃদ্ধি করা হবে। সকল অবৈধ স্থাপনা উচ্ছেদসহ যাত্রীসেবার মান বৃদ্ধির লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে।